এপিলেপসি : বিশ্বজিৎ দাস



ট্রেন দুর্ঘটনা

সিগনাল বেগুনি হলে তোমার নিউরোন
পরস্পরের কাছে অস্বাভাবিক স্নায়ুতন্ত্র তৈরি করে
এ নিয়ে কাচের ঘরে অনেক আলোচনার পর
তুমি এক তোমার প্রিয়কে
গ্লুকোজ বিছানায় শুইয়ে দেখলে : এ্যবসেন্স সিজার!
চুপ থেকে এমন ৫০, ৬০, ১০০ বার
সোহাগের হাঁটু কাঠ প্রার্থনা করে, পাথর চেয়ে
দুর্বার গতিতে ছুটতে থাকে...
হা, তোমাকেই বলছি
তোমার ফ্ল্যাটে এই মুহূর্তে ট্রেন একটা আছড়ে পড়েছে
ও যে তোমার মাঠেরই ফসল!


নেভানো আলো কেঁদে ওঠে

গোঙানির ক্যাটেগরিতে আক্ষেপ রাখলে কেমন হয়!
আমি মোটেও সাইকোলজিক্যাল হ্যাণ্ডেলিং করছি না
যেমন যেতে সিনেমায়; যাবে|
প্রকাশ্যে সিগারেট-আয়নায় চোখে রেখে
দেখতে থাকো ধোঁয়ার ফাঁকি দেওয়া...
দুই হাতে অনামি খিঁচুনি জড়িয়ে ধরে
শেষ বারের জন্য বলো : হার্ড ম্যানিয়া
মান্না দা, হাজার টাকার মেজাজও বিগড়ে গেল!
ঝাড়বাতির পিছনে কুচি কুচি জল আজ মনোরম...

                                      (চিত্রঋণ : Eero Järnefelt)


6 comments:

  1. ট্রেন দুর্ঘটনা ... একটা অনবদ্য প্রতীকের লেখা। ঐ ফ্ল্যাটের ভিতরে ট্রেন আছড়ে পড়া দারুণ। যেন, শ্যামল সিংহ বলছেন, "তোমার ঘরে জাহাজ ঢুকিয়ে দিলাম "

    পরেরটা নামকরণটি শেষ করে দিচ্ছে, বাকিটুকু পড়া ... এতো ভালো নামকরণ করলে, আর কবিতায় যাওয়া যায়কি, বারছয়েক নামকরণটি পড়ছিলাম

    ReplyDelete
  2. ভালো লাগল শান্তনু দা, প্রেরণা পেলাম|

    ReplyDelete
  3. বেশ। বেশ। শেষেরটা বেশ-ই (অধিক) দারুণ।

    ReplyDelete