সনৎ মাইতির কবিতা

১।
বাল!

(বাল = স্বর্গীয় চুল নয়
বাল = সেই চুল কাটা কাঁচি

যা দিয়ে ছেঁটে ফেলতে হয়...


২।
সামনে কোনো উৎসব নেই

গালের দুপাশে গজিয়ে ওঠে জঙ্গল
এবার কি জঙ্গলে  পাখি আসবে,

গাছপালা কি এবার ফোটাবে ফুল?

সামনে কোনো উৎসব নেই।

৩।
মাছের চোখ কি শান্ত হয়?
সে চঞ্চল...

28 comments:

  1. সাবাস।ওস্তাদ। এসব রোজ লেখ... লিখতে গেলে, একেবারে এফ বি থেকে্‌, হারিয়ে গিয়ে লিখতে হয় না।আমার তিনটেই ভাল লেগেছে, আলাদা করে, একটা দুটো নয় ভাই।

    ReplyDelete
    Replies
    1. "বাল" শব্দটার মত ব্যাঞ্জনাময় শব্দ আমার জীবনে আর নেই। ভুতে ভয়পেলে বাল বলি(রাম নামের মত), রাগ হলে বাল বলি, বন্ধুকে আদর করে বাল বলি ।
      আরো কত কী তে ব্যবহার করি। একটা শব্দে কত আলোআধাঁর হতে পারে ভাবলে অবাক লাগে... এই শব্দ অনুবাদ যোগ্য নয় । একে নিয়ে একটা কবিতা না লিখলে হয়...বিশেষত আমার জীবনে ঈশ্বর নামের মত যখন...

      Delete
  2. ছ্যাঁদা করা লেখা। লগে রহো

    ReplyDelete
  3. দারুণ।বাল নিয়ে এত ভাব।সমৃদ্ধ হলাম।

    ReplyDelete
    Replies
    1. "বাংলা অকথ্য ভাষার শব্দ কোষ" > সাত্রাজিৎ গোস্বামী লেখা , বইটি পড়লে আরো সমৃদ্ধ হবে... গালাগালিগুলো কে মুক্ত মনে হবে।
      একদম ছোটবেলায় ক্যালানে মধুসূদন বলে একটা স্ল্যাঙ প্রচলিত ছিল, ওই স্ল্যাঙের মাধ্যমে মাইকেলের জীবনের ভুলগুলোর প্রতি বাঙালির মনোভাব বোঝা যায়। ভাবো স্ল্যাঙটা কেমন ইতিহাস ধারণ করে আছে

      Delete
  4. আমি ভেবেছিলুম বাল নিয়ে শুধু আমিই লিখি, লিখেছি । তুমি তো দেখছি এক পা এগিয়ে দুই পা পেছিয়ে হে ।

    ReplyDelete
    Replies
    1. আপনার "বাল" গুলো দেখতে হবে।

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Replies
    1. PROUD
      I have learned this Word From a Article .. Name of the Article was OUR INDIA

      Delete
  7. শব্দের অবাক ব্যবহার মুগ্ধ করলো।

    ReplyDelete
    Replies
    1. নিশিথদা আপনার কবিতা গুলোও আমার মুগ্ধ করে... ভালোবাসা জানবেন

      Delete
  8. Replies
    1. আপনার মুখ থেকে চমৎকার শুনছি, আশা করছি আপনি আমার মন রাখার পথে হাঁটেননি

      Delete
  9. ভাল লাগল । বাল ব্যাঞ্জনাময় নিঃসন্দেহে ।

    ReplyDelete
  10. ভাল লাগল । বাল ব্যাঞ্জনাময় নিঃসন্দেহে ।

    ReplyDelete
  11. 3no ta Sob chaita Valooo

    ReplyDelete
  12. দারুন লেগেছে আমাকে

    ReplyDelete
    Replies
    1. দারুন শব্দটা দারুর মত জিনিস । নেশা হয়ে যায়

      Delete
  13. orebas eto chorom lekha,emon ekjon lekhok/kobi je amar bondhu circle e achen bhabte bhalo lage

    ReplyDelete
    Replies
    1. আপনার সাথে আমার রাতে কথা হচছে, আপনার সাথে বন্ধুত্ব হয়েছে ভাবতে ভাল লাগে

      Delete
  14. বাল আর মাছের চোখের চঞ্চল হে... ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. অচেনা কেউ কম্যান্ড করলে ভালো লাগা গরম দুধ হয়ে যায়.. উথলে ওঠে

      Delete
  15. ।।অসাধারণ কবিতা।।

    ReplyDelete