চমৎকার : পার্বতী রায়



কবিতা পালিশ করছি  
দিন-রাত
দশ ফুট দূরে গভীর ব্যথায় সিদ্ধ
  হচ্ছে  উচ্ছাস
জলপাই রঙের বায়না ধরলে বিকেল
অহেতুক জলের নীচে দাঁড়িয়ে থাকা

সাজিয়ে রাখছি মনখারাপ
ইলিশ ফ্রাই - এ
মিউজিক সিস্টেমে ভেসে যাচ্ছে ফুটপাথ
রেলিং টপকে আন্তর্জাতিক রোদ্দুর
পিঁপড়েরা নকশিকাঁথার গল্প শোনে নি কখনও

নদীর জলে
রাত্রিকে কি চমৎকার দেখাচ্ছে

3 comments:

  1. কবিতার মধ্যে পালিশ আসছে মানেই, কবিতার সাথে থাকা হচ্ছে। সেটুকুই দরকার।

    ReplyDelete